বাংলাদেশ ২২ বছর পর ভারতের সঙ্গে ম্যাচে জয়লাভ করলেও ম্যাচের ‘সেরা খেলোয়াড়’ হিসেবে নির্বাচিত হন হামজা চৌধুরী। ম্যাচে শেখ মোরসালিনের করা একমাত্র গোলের পাশাপাশি রক্ষণ, মধ্যমাঠ ও আক্রমণভাগে একের পর এক গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইংলিশ লিগের এই ফুটবলার।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে হামজা বলেন, “ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করতে পেরেছি। পৃথিবীর অন্য কোথাও এটা হয়তো সম্ভব নয়। এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে।” হামজা আরও জানান, “২০০৩ সালের পর ভারতের বিপক্ষে জয় এলো ২০২৫ সালে। দীর্ঘদিন পর এই জয়ের আনন্দ সবার মধ্যে দেখা যাচ্ছে। খেলোয়াড়, স্টাফ সবাই কঠোর পরিশ্রম করেছে। আলহামদুলিল্লাহ, আজ তার ফল মিলেছে।”
হামজা বলেন, “আমি ক্যাম্পে শেষ সময়ে যোগ দিয়েছি। শুধু মানসিকতা যোগ করার চেষ্টা করেছি। শেষ চার ম্যাচে আমরা দারুণ খেলেছি। আজ ফলও এসেছে। এবার সময় এসেছে দুটি দিক একত্র করে আরও শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যাওয়ার।” যদিও জয়ের পরও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি, হামজা বলেন, “জিতেছি, ভালো লাগছে। মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে আমরা নতুন করে তৈরি হবো এবং আরও শক্তিশালী দল হয়ে ফিরব।”
হামজা চিহ্নিত করেন দলের কম অভিজ্ঞ খেলোয়াড়দের সাহসী পারফরম্যান্সও। “পূর্ণ স্টেডিয়ামে খেলা বিশাল চাপ। জায়ান, মিঠু সবাই তা সামলেছে। বিশেষ করে মিঠুর শেষ মুহূর্তের সেভগুলো ম্যাচ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” ২২ বছরের অপেক্ষার পর ভারতকে হারানোর এই জয়ের আনন্দ বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!