জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড) সরকারি খরচে ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জনকে আইনি সহায়তা দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৪৭ হাজার ৭৪০টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৯১২ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ১০ লাখ ৭৭ হাজার ৮০৩ জন এবং ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৭৪৪ জনকে সেবা দেওয়া হয়েছে। এসময়ে জাতীয় হেলপলাইন কল সেন্টারের মাধ্যমে এক লাখ ৯২ হাজার ৭০২ জনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
আইনগত সহায়তা প্রদান আইনের অধীনে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনি সহায়তা প্রদানের জন্য সংস্থাটি কার্যক্রম পরিচালনা করে। সংস্থার কর্মকাণ্ড আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
আরএস
No comments yet. Be the first to comment!