বিশেষ প্রতিবেদন

মোহাম্মদপুরে ককটেলসহ ভোলার ইউনিয়ন আ.লীগ সম্পাদক গ্রেপ্তার

আপডেট: নভে ১২, ২০২৫ : ০৫:২৩ এএম
মোহাম্মদপুরে ককটেলসহ ভোলার ইউনিয়ন আ.লীগ সম্পাদক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ভোলার বোরহান উদ্দিনের ৯ নং দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুর রহমান ভোলার বোরহান উদ্দিনের চরটিটিয়া গ্রামের মৃত আব্দুল হক মল্লিকের ছেলে। রফিক আহমেদ। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।

ওসি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভোলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ চলমান রয়েছে।


আরএস

Tags:
আটক রাজধানীর খবর আওয়ামী লীগ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!