রাজধানীসহ তিন জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি সদস্য।
আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন, আর নারায়ণগঞ্জ ও গাজীপুরে এক প্লাটুন করে বিজিবি কাজ করছে। তিনি আরও বলেন, “সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে তৎপর রয়েছেন।”
এদিকে, গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার দিন নির্ধারিত হয়েছে আগামীকাল (১৩ নভেম্বর)। এই রায়কে ঘিরে রাজধানীতে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।
এমন পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
আরএস
No comments yet. Be the first to comment!