বিশেষ প্রতিবেদন

আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সোহেল তাজ

আপডেট: নভে ১২, ২০২৫ : ০৬:০৮ এএম
আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ অবশেষে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আজ বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৩টা ৫১ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের কিউআর–৬৩৯ ফ্লাইটে দোহা হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন প্রসিকিউশনসহ সংশ্লিষ্ট সংস্থার যাচাই–বাছাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পাওয়ার পরই তিনি ইমিগ্রেশন সম্পন্ন করেন।

বর্তমানে তিনি দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। ফেসবুকের এক পোস্টে তিনি জানান, “দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। ৩ ঘণ্টা ট্রানজিট শেষে ১৫ ঘণ্টার ফ্লাইটে ইউএসএর উদ্দেশ্যে যাত্রা করব। এই বিমানবন্দর দিয়ে আমি গত ১৫ বছর যাতায়াত করেছি। তখন এটি ঢাকার এয়ারপোর্টের থেকেও ছোট ছিল, আর এখন পৃথিবীর সেরা ও ব্যস্ততম এয়ারপোর্টগুলোর একটি।”

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১টা ১১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, “চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি।” বিকেলেই তিনি আরেক পোস্টে জানান, “মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয় কিন্তু খেলা একই থেকে যায়। আজ রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।”

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছিল সোহেল তাজকে। সে সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার ওপর ‘ভ্রমণরোধ’ (travel restriction) থাকায় দেশত্যাগে বাধা দেওয়া হয়েছিল।

তানজিম আহমেদ সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দায়িত্বের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি মন্ত্রিসভা ও সংসদ—দুই পদ থেকেই পদত্যাগ করেন।

আরএস

Tags:
#রাজধানীর খবর

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!