আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম দেখা গেছে। আজ সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ভিসি চত্বর, কলাভবন, কেন্দ্রীয় পাঠাগার, টিএসসি ও আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়—অন্যান্য দিনের তুলনায় পরিবেশ অনেকটা ফাঁকা।
নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস স্থগিত রাখা হয়েছে। ইতিহাস বিভাগের মাস্টার্সের মিডটার্ম পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী বুরহান উদ্দিন বলেন, “অনিবার্য কারণে আমাদের মিডটার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে।" এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে। অর্থনীতি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাসও স্থগিত রাখা হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরফাতুল ইসলাম জানান, “আজ আমাদের দুটি ক্লাস ছিল। নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়েছে।”
অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। বিশ্ববিদ্যালয়ের তরঙ্গ বাসের চালক আফজাল বলেন, অন্যদিন শিক্ষার্থীরা আসলে দুই তলাও ভরপুর থাকে। আজ নিচতলার অনেক সিট খালি ছিল। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্যের বাসভবনের সামনে একটি ছোট পুলিশ ইউনিটকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রক্টরিয়াল টিমের সদস্যদের কঠোর নিরাপত্তা টহল দিতে দেখা গেছে।
আরএস
No comments yet. Be the first to comment!