খেলাধুলা

একাদশে দুই আদিবাসী ক্রিকেটার, ১৫০ বছরে প্রথমবার সাক্ষী হবে বিশ্ব

আপডেট: নভে ২০, ২০২৫ : ০৮:৩৯ এএম ২০
একাদশে দুই আদিবাসী ক্রিকেটার, ১৫০ বছরে প্রথমবার সাক্ষী হবে বিশ্ব

বিপর্যস্ত অস্ট্রেলিয়া চোটের ধাক্কায় দুশ্চিন্তায় রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল (২১ নভেম্বর) শুরু হতে যাওয়া অ্যাশেজ টেস্টের আগে বোলিং বিভাগ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ক্রমান্বয়ে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স, শন অ্যাবট ও জশ হ্যাজলউড।

চোটের এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া এক ইতিহাস গড়তে যাচ্ছে। ১৫০ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার তাদের একাদশে জায়গা পেলেন দুই আদিবাসী ক্রিকেটার। স্কট বোল্যান্ডের সঙ্গে প্রথমবার একাদশে অভিষেক করছেন ব্রেন্ডন ডগেট। এর আগে একমাত্র আদিবাসী ক্রিকেটার হিসেবে খেলেছিলেন বোল্যান্ড।
অ্যাশেজের প্রথম টেস্ট হবে পার্থে। স্বাভাবিকভাবেই পেস বিভাগের নেতৃত্বে থাকবেন নিয়মিত পেসার মিচেল স্টার্ক। তার সঙ্গে বোল্যান্ড ও ডগেট পেস বিভাগ সামলাবেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন ক্যামেরন গ্রিন, যার ফলে জায়গা হারিয়েছেন অন্য অলরাউন্ডার ব্যু ওয়েবস্টার।

টপ অর্ডারেও প্রথমবার একাদশে ঢুকেছেন জ্যাক ওয়েদারল্ড। ৩১ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার ওয়েদারল্ড ৭৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩ সেঞ্চুরিতে ৫৩২২ রান করেছেন। পার্থ টেস্টে উসমান খাজার সঙ্গে তিনি ওপেনিং করবেন। এর মধ্য দিয়ে ২০১৯ সালের পর অস্ট্রেলিয়ার হয়ে এক টেস্টে একসঙ্গে দুই নতুন খেলোয়াড়ের অভিষেক ঘটবে।
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড ও ব্রেন্ডন ডগেট।

ইংল্যান্ডের একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক) ও মার্ক উড।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!