খেলাধুলা

ভূমিকম্পের পর তাসকিনের পোস্ট

আপডেট: নভে ২১, ২০২৫ : ০৫:৪৯ এএম ১৬
ভূমিকম্পের পর তাসকিনের পোস্ট

দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে আজ সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার প্রভাব পড়ে সিলেটে চলমান বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টেও; কম্পনের কারণে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি জানালেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

নিজের ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়... দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’ প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। কম্পন অনুভূত হয় আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। কেন্দ্রস্থল ছিল ঘোড়াশাল এলাকার নিকটবর্তী অঞ্চলে। হঠাৎ কম্পনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লোকজন ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। মাঠেও খেলোয়াড়েরা খেলা থামিয়ে নিরাপদ স্থানে সরে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণ পর পুনরায় খেলা শুরু হয়।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!