বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস গড়া যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছে তাইজুল ইসলামের। সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হয়েছেন গতকালই। আর আজ যোগ করলেন আরেকটি মাইলফলক—টেস্টে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ উইকেট।
মাত্র ৫৭তম টেস্টেই এই অর্জন, যা তাকে নিয়ে গেছে বিশ্ব রেকর্ডবুকের বিশেষ এক জায়গায়। বাঁ–হাতি স্পিনারদের মধ্যে দ্রুততম ২৫০ উইকেট নেওয়ার রেকর্ডে তিনি এখন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের সঙ্গে যৌথভাবে প্রথম। হেরাথও ৫৭ টেস্টে স্পর্শ করেছিলেন এই মাইলফলক।
বাঁ–হাতি স্পিনারদের বাইরে ৫৭ টেস্টে ২৫০ উইকেট পাওয়া আরেক স্পিনার পাকিস্তানের দানেশ কানেরিয়া। সব মিলিয়ে তাদের ওপরে আছেন মাত্র চারজন স্পিনার—অশ্বিন, মুরালিধরন, ওয়ার্ন ও কুম্বলে। দ্রুততম তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, যিনি মাত্র ৪৫ টেস্টে ২৫০ উইকেট নিয়েছিলেন।
মিরপুর টেস্টে চতুর্থ দিনে আইরিশদের ৩ উইকেট নিয়ে তাইজুল থেমেছিলেন ২৪৯–এ। আজ অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করে পূর্ণ করেন মাইলফলক। ব্যাটারের রিভিউ নিয়েও লাভ হয়নি, আম্পায়ার্স কলেই টিকে যায় সিদ্ধান্ত। ভাঙে ম্যাকব্রাইন–ক্যাম্ফারের ২৬ রানের জুটি।
৩৩ বছর বয়সী এই স্পিনারের জন্য এটি দ্বিগুণ ঐতিহাসিক ম্যাচ। একই টেস্টে তিনি সাকিবের ৭১ টেস্টের উইকেটসংখ্যাকেও ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হয়েছেন। সাকিব যেখানে দীর্ঘদিন অলরাউন্ডার হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন, সেখানে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মাত্র ৫৭ ম্যাচেই শীর্ষে উঠে এলেন তাইজুল।
২৫০ উইকেটের ক্লাবে প্রবেশের ক্ষেত্রে তাইজুল এখন মোট ৬ষ্ঠ বোলার যিনি ৫৭ টেস্টে এসে পৌঁছালেন। তাদের ওপরে আছেন আরও ১৫ জন বোলার—তাইজুল তাদের সর্বশেষ নাম। বাংলাদেশ ক্রিকেটে স্পিনের নতুন ব্যাখ্যা লিখছেন তাইজুল। সামনে আরও কত রেকর্ড যে অপেক্ষা করছে—সেটাই এখন দেখার।
আরএস
No comments yet. Be the first to comment!