খেলাধুলা

লিটনকে ৭৫ লাখে পেয়ে অবাক রংপুর অধিনায়ক সোহান

আপডেট: ডিসে ০১, ২০২৫ : ০৭:৪৯ এএম ২১
লিটনকে ৭৫ লাখে পেয়ে অবাক রংপুর অধিনায়ক সোহান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম ব্যবস্থা ফিরেছে বহু বছর পর। সেই নিলামে বেশ কিছু চমক দেখা গেছে প্রথম দিনেই। দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য পেয়েছেন নাঈম শেখ—১ কোটি ১০ লাখ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আর ‘এ’ ক্যাটাগরির লিটন দাসকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স।

জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক লিটনকে তুলনামূলক কম দামেই দলে পেয়েছে রংপুর। এই প্রাপ্তিকে ‘বাড়তি পাওয়া’ বলছেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।

নিলাম শেষে গণমাধ্যমকে সোহান বলেন, “টি–টোয়েন্টিতে টপ অর্ডারের অনেক দায়িত্ব থাকে। আমাদের টপ অর্ডার অনেক হেভি। আমরা খুশি। লিটনকে ৭০ লাখে পাব, এটা ভাবিনি।”

‘লিটনের হাত ধরে রংপুর আরও এগোবে’ লিটনের সাম্প্রতিক ফর্ম রংপুরকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে, বললেন সোহান, “ও এখন যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে ওর হাত ধরে রংপুর আরও এগিয়ে যাবে। লিটনকে ৭০ লাখ

 

আরএস

Tags:
#বিপিএল #রংপুর

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!