নারী ফুটসালের ইতিহাসে প্রথম বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। গতকাল রোববার ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণ আমেরিকার দেশটি।
১৬ দিনব্যাপী প্রতিযোগিতার শেষ দিনে গ্যালারি ভরেছিল পাঁচ হাজার দর্শকে। প্রথমার্ধের মাঝপথে ব্রাজিলকে এগিয়ে নেন এমিলি। গত বছরের ফিফা সেরা নারী ফুটসাল খেলোয়াড় এ টুর্নামেন্টে গোল্ডেন বল ও গোল্ডেন বুট—দুই পুরস্কারই জিতেছেন তিনি; সাত গোলের সঙ্গে আছে দুই অ্যাসিস্ট।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান আমানদিনহা। ম্যাচের শেষভাগে দেবোরা ভানিন করেন তৃতীয় গোল। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারানো পর্তুগাল হয়েছে রানারআপ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫–১ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। স্পেনের লরা কর্দোবা করেছেন দুই গোল। সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড গেছে ব্রাজিলের ঝুলিতে।
ব্রাজিল কোচ উইলসন সাবোইয়া ম্যাচ শেষে বলেন, ‘খেলোয়াড়রা অসাধারণ খেলেছে। এই জয় শুধু একটি ট্রফি না—এটি আমাদের দেশে স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়ে ফুটসালকে আরও জনপ্রিয় করবে। সেখান থেকেই জন্ম নেবে আরও ভালো খেলোয়াড় ও কোচ।’
আরএস
No comments yet. Be the first to comment!