খেলাধুলা

আইপিএল নিলামে স্থান পেলেন ৭ বাংলাদেশি ক্রিকেটার

আপডেট: ডিসে ০৯, ২০২৫ : ০৯:৫৫ এএম ১১
আইপিএল নিলামে স্থান পেলেন ৭ বাংলাদেশি ক্রিকেটার

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের আইপিএল নিলাম। এবারের নিলামে প্রাথমিকভাবে নিবন্ধন করেছিলেন ১,৩৫৫ জন খেলোয়াড়। তার মধ্যে থেকে ৩৫০ জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার।

ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের একটি মেইল পাঠিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে। নিলাম অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা)। সংক্ষিপ্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন: মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান এবং শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকা সাকিব আল হাসান সর্বশেষ তালিকা থেকে বাদ পড়েছেন।

মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি যিনি আইপিএলে খেলেছেন। বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য রাখা হয়েছে সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপিতে। রিশাদ, তাসকিন, নাহিদ, শরিফুল ও তানজিমের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, আর রাকিবুলের ৩০ লাখ রুপি।

এছাড়া নতুনভাবে ৩৫ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তার ভিত্তিমূল্য এবার ১ কোটি রুপি। শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগে নিয়েও এবার নিলামে সুযোগ পাওয়া গেছে।

নিলামের প্রথম ধাপে থাকবে ক্যাপড খেলোয়াড়দের—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার ক্যাটাগরিতে। এরপর আনক্যাপড খেলোয়াড়দের নিলামে তোলা হবে।

 

আরএস

Tags:
বাংলাদেশি ক্রিকেটার আইপিএল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!