বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ মৌসুম শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়িয়ে যাবে দেশের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টের নতুন আসর। নিলাম সম্পন্ন হয়েছে, দলগুলোর প্রস্তুতিও চলছে পুরোদমে। এরই মধ্যে এবারের আসরের উপস্থাপিকাদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের উপস্থাপক দলেই থাকছেন দুই দেশি নয়, দুই বিদেশি তারকা উপস্থাপিকা—পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস এবং ভারতের পরিচিত মুখ রিধিপা পাঠক। নিজেদের ফেসবুক পেজে দুজনকে নিয়ে ভিডিও প্রকাশ করে সংবাদটি নিশ্চিত করেছে বিপিএল কর্তৃপক্ষ। কেবল উপস্থাপিকা নয়, ধারাভাষ্য প্যানেলেও থাকছে তারকার সমারোহ। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা এবং বাংলাদেশের সমন্বয় ঘোষের অংশগ্রহণ নিশ্চিত করে ভিডিও প্রকাশ করেছে আয়োজকেরা। এর আগে ধারাভাষ্যকার হিসেবে ড্যারেন গফের নামও ঘোষণা করা হয়।
ধারাভাষ্যের মাইক্রোফোনে আরও পাওয়া যাবে পরিচিত সব আন্তর্জাতিক কণ্ঠ—ড্যানি মরিসন, ওয়াকার ইউনুস, ফারভেজ মাহরুফ, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। বাংলাদেশিদের মধ্যে ধারাভাষ্যে থাকছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ। উপস্থাপনা ও ধারাভাষ্যে এমন বৈচিত্র্য এবার বিপিএলকে আরও রঙিন করবে বলেই আশা করছেন আয়োজকেরা।
আরএস
No comments yet. Be the first to comment!