ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ২০২৬ আসরের মিনি নিলামে অংশ নেবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলা মুস্তাফিজ গত আসরে নিলামে দল পাননি। পরে দিল্লি ক্যাপিটালস তাকে দলে ভেড়ায়। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিনি নিলাম।
মুস্তাফিজুর ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। মিনি নিলামে এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আরও ৩৯ ক্রিকেটার রয়েছেন। এছাড়া নিলামে আছে আরও ৬ বাংলাদেশির নাম— তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।
ক্রিকবাজের বিশ্লেষণ অনুযায়ী, মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য দুই ফ্র্যাঞ্চাইজি— চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের পেসার মাথিশা পাথিরানার ইনজুরি এবং ডেথ ওভারের দুর্বলতার কারণে তারা নতুন পেসারের খোঁজে। চেন্নাইয়ের হাতে নিলামের জন্য ৪৩.৪০ কোটি রুপি আছে এবং তারা ৯টি স্লট পূরণ করতে পারবে, যার মধ্যে ৪টি বিদেশি ক্রিকেটারের জন্য ফাঁকা। মুস্তাফিজ ছাড়াও তাদের লক্ষ্য তালিকায় আছেন ক্যামেরন গ্রিন, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, জেসন হোল্ডার, মাইকেল ব্রেসওয়েল, প্রশান্ত ভির ও সানি সান্ধু।
দিল্লি ক্যাপিটালসের হাতে নিলামের জন্য ২১.৮০ কোটি রুপি আছে এবং তারা সর্বোচ্চ ৮ ক্রিকেটার কিনতে পারবে। গত আসরে দলটি ডেথ ওভারের সমস্যায় ভুগেছে। স্থানীয় পেসার টি নাতারাজনের ফিটনেসের কারণে এবার দলটি মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহী হতে পারে। এছাড়া তাদের লক্ষ্য তালিকায় রয়েছেন মাথিশা পাথিরানা, মিচেল স্টার্ক এবং ব্যাটিং বিভাগে কুইন্টন ডি কক, পাথুম নিশাঙ্কা, জেমি স্মিথ, জনি বেয়ারস্টোর মতো বিদেশি ক্রিকেটাররা। মুস্তাফিজকে পুনরায় চেন্নাই বা দিল্লির জার্সিতে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরএস
No comments yet. Be the first to comment!