খেলাধুলা

আইপিএল নিলামে ৭৭ ক্রিকেটার দলে, খরচ ২১৫ কোটি ৪৫ লাখ রুপি

আপডেট: ডিসে ১৬, ২০২৫ : ০৪:০৩ পিএম
আইপিএল নিলামে ৭৭ ক্রিকেটার দলে, খরচ ২১৫ কোটি ৪৫ লাখ রুপি

আজ আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত আইপিএল মিনি-নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারের মধ্যে থেকে ৭৭ জন ক্রিকেটার দলে স্থান পেয়েছেন।

প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণের সুযোগ ছিল। দশটি দলই সর্বোচ্চ কোটা পূরণ করেছে। তবে দুই দল—গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ সীমা ৮ স্পর্শ করতে পারেনি। তারা ৭ জন বিদেশিকে দলে নিয়েছে। দলগুলো নিলামে ৭৭ জন ক্রিকেটার নিতে মোট ২১৫ কোটি ৪৫ লাখ রুপি খরচ করেছে। আইপিএলের ২০২৬ সালের মরসুম ২৬ মার্চ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ মে।

নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে দলে ঢুকেছেন। ২ কোটি রুপির ভিত্তি মূল্যের এই পেসারের জন্য লড়াই করেছে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা। শেষ পর্যন্ত তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। এ বারই প্রথমবার কলকাতার জার্সিতে খেলবেন মুস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন।

অপর বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ প্রথম ডাকে বিক্রিত হননি। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। নিলামে থাকা সাতজন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে তাসকিন ও মুস্তাফিজ ছাড়া অন্যদের কোনো দল ডাকেনি।

 

আরএস 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!