খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার

আপডেট: ডিসে ১৮, ২০২৫ : ০৬:০৭ এএম ১১
২০২৬ বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠেয় ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এই আসরে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৯৯ কোটি টাকা। এটি ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, পারফরম্যান্সের ভিত্তিতে অংশগ্রহণকারী সব দলই প্রাইজমানি পাবে। এর মধ্যে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার (প্রায় ৬১০ কোটি ৬০ লাখ টাকা)। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৩ কোটি টাকা)। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার এবং রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার।

কাতার বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। ২০২৬ আসরে তা বাড়ানো হয়েছে ২১ কোটি ৫০ লাখ ডলার। একই সঙ্গে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ৮০ লাখ ডলার এবং রানার্সআপ দলের জন্য ৩০ লাখ ডলার বাড়ানো হয়েছে।

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত।

বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা প্রতিটি দলই ন্যূনতম এক কোটি ৫ লাখ ডলার প্রাইজমানি পাবে। গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ লাখ ডলার করে। এ ছাড়া প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে অতিরিক্ত ১৫ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে।

নকআউট পর্বে উত্তীর্ণ দলগুলোর জন্যও ধাপে ধাপে প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। রাউন্ড অব ৩২–এ উঠলে প্রতিটি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার, শেষ ষোলোতে উঠলে ১ কোটি ৫০ লাখ ডলার এবং কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৯০ লাখ ডলার।

সেমিফাইনালে পরাজিত দুটি দলের মধ্য থেকে তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার, আর চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।

ইতিমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ৪২টি দল। বাকি ছয়টি দল প্লে-অফের মাধ্যমে টিকিট পাবে। ফিফা আশা করছে, দলসংখ্যা বাড়ার পাশাপাশি প্রাইজমানি বৃদ্ধির ফলে এবারের বিশ্বকাপ আরও প্রতিযোগিতাপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!