খেলাধুলা

ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে পিএসজি গোলকিপারের বীরত্ব

আপডেট: ডিসে ২০, ২০২৫ : ০৪:৪৫ এএম ১০
ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে পিএসজি গোলকিপারের বীরত্ব

ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে একের পর এক পেনাল্টি ঠেকিয়ে প্যারিস সেন্ট–জার্মেইকে (পিএসজি) এনে দিলেন ঐতিহাসিক জয়। ইন্টারকন্টিনেন্টাল কাপে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে পেনাল্টি শুটআউটে পিএসজির নায়ক হয়ে উঠেছেন রাশিয়ান গোলকিপার মাতভেই সাফোনোভ।

২৬ বছর বয়সী সাফোনোভ পিএসজির হয়ে খেলছিলেন মাত্র চতুর্থ ম্যাচ। গত ২৯ নভেম্বর প্রথম গোলকিপার লুকাস শেভালিয়ের গোড়ালির চোটে পড়ার পর সুযোগ পান তিনি। সেই সুযোগই বুধবার রাতে দারুণভাবে কাজে লাগালেন এই রুশ গোলকিপার। নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুটআউটে গড়ায় খেলা। সেখানে চারটি পেনাল্টি সেভ করে ২–১ ব্যবধানে পিএসজিকে জয় এনে দেন সাফোনোভ। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক শিরোপা জেতে ফরাসি চ্যাম্পিয়নরা।

জয়ের পর সতীর্থরা যখন গোলপোস্টের পাশে তাঁকে ছুড়ে উদ্‌যাপন করছিলেন, তখন নিজের বাঁ হাত শক্ত করে চেপে ধরেছিলেন সাফোনোভ। তখনই ইঙ্গিত মিলেছিল চোটের। পরে জানা যায়, পেনাল্টি শুটআউটের মধ্যেই তাঁর হাত ভেঙে গেছে। পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘এটা অবিশ্বাস্য। খেলোয়াড় নিজেও জানে না কীভাবে চোটটা হলো। আমরা ধারণা করছি, তৃতীয় পেনাল্টি কিকের সময় তার হাতে সমস্যা হয়। ভাঙা হাত নিয়েই শেষ দুটি শট সেভ করেছে সে। অ্যাড্রেনালিন এতটাই শক্তিশালী ছিল যে ব্যথা সে টেরই পায়নি।’

এনরিকে আরও বলেন, ‘দলকে সাহায্য করার যে মানসিকতা সাফোনোভ দেখিয়েছে, তা অসাধারণ। এমন মানসিকতাই আমরা খেলোয়াড়দের মধ্যে দেখতে চাই।’ ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সাফোনোভ। সেখানে চোটের বিস্তারিত না জানালেও তিনি লেখেন, ‘আপনারা জানেন, যাই ঘটুক না কেন, আমি ভেঙে যাই না।’

পিএসজি জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ পর সাফোনোভের চোটের অবস্থা নতুন করে মূল্যায়ন করা হবে। এতে করে গোলকিপার পজিশনে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে প্যারিস ক্লাবটি। আগামী শনিবার ফরাসি কাপে পঞ্চম স্তরের ক্লাব ভেন্দে ফোন্তেনেইয়ের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।


আরএস

Tags:
পিএসজি গোলকিপার

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!