সপ্তাহখানেক পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দ্বাদশ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। নির্ধারিত দিনেই টুর্নামেন্ট শুরু হলেও উদ্বোধনী দিনের ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। আগে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি এখন শুরু হবে বিকেল ৩টায়। প্রথম সেশন চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত।
দিনের দ্বিতীয় ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা শেষ হবে রাত ১১টা ৫ মিনিটে।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্যই ম্যাচগুলোর সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
আরএস
No comments yet. Be the first to comment!