খেলাধুলা

তাসকিনের দারুণ বোলিং সত্ত্বেও হারল শারজাহ

আপডেট: ডিসে ২১, ২০২৫ : ০৫:০৬ এএম
তাসকিনের দারুণ বোলিং সত্ত্বেও হারল শারজাহ

দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকিন আহমেদ। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি। কিন্তু শারজাহ ওয়ারিয়র্সের ব্যাটিং ব্যর্থতায় তাঁর এই প্রচেষ্টাও দলকে জেতাতে পারল না। অল্প পুঁজি নিয়েই মাঠ ছাড়তে হলো শারজাহকে। দেওয়া ৯১ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে সহজেই টপকে গেছে ডেজার্ট ভাইপার্স।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইএল টি–টোয়েন্টিতে মুখোমুখি হয় শারজাহ ওয়ারিয়র্স ও ডেজার্ট ভাইপার্স। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে শারজাহ। দলীয় ৯ রানেই আউট হন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস (৩)। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে।

পুরো ইনিংসে মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছান। টম অ্যাবেল সর্বোচ্চ ৩৫ রান করেন, আর ইথান ডি’সুজা যোগ করেন ১৮ রান। তবে দুজনই খেলেছেন ধীরগতির ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় বড় জুটি গড়তে পারেনি শারজাহ। তাদের সর্বোচ্চ জুটিটি ছিল চতুর্থ উইকেটে ৩৩ রান। টম কোহলার-ক্যাডমোর, সিকান্দার রাজা ও দীনেশ কার্তিকদের মতো অভিজ্ঞ ব্যাটাররাও ব্যাটিং ধস সামলাতে ব্যর্থ হন। ফলে ১৭.৫ ওভারে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় শারজাহ ওয়ারিয়র্স।

ডেজার্ট ভাইপার্সের হয়ে ডেভিড পেইন তিনটি উইকেট নেন। এ ছাড়া নাসিম শাহ, নুর আহমদ ও খুজাইমা তানভির দুটি করে উইকেট শিকার করেন। সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ডেজার্টকে চাপে ফেলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে তুলে নেন পাকিস্তানি তারকা ফখর জামানের (৬) উইকেট। এরপর নিজের পরের ওভারেই ফেরান হাসান নেওয়াজকে (১০)। তাসকিনের এই দুটি উইকেট কিছুটা আশা জাগালেও, কম রান রক্ষার মতো পুঁজি ছিল না শারজাহর হাতে।

ডেজার্ট ভাইপার্স ৮৮ রানে ৬ উইকেট হারালেও ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি। ১৩.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্য পূরণ করে তারা। ডেজার্টের পক্ষে অধিনায়ক স্যাম কারান সর্বোচ্চ ৩৭ রান করেন। শারজাহর হয়ে তাসকিন আহমেদ ছাড়া আর কেউ উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেননি। তাসকিন ছাড়াও সিকান্দার রাজা, আদিল রশিদ, ডোয়াইন প্রিটোরিয়াস ও হারমিত সিং একটি করে উইকেট নেন।


আরএস

Tags:
তাসকিন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!