খেলাধুলা

হ্যারি কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’

আপডেট: ডিসে ২২, ২০২৫ : ০৫:১৯ এএম
হ্যারি কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’

বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইন ক্রিসমাসের আগে নিজেই নিজেকে পুরস্কৃত করলেন। তিনি জার্মান বুন্দেসলিগায় সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ গোলের সেঞ্চুরি সম্পন্ন করলেন।

গত রোববার হেইডেনহেইমের বিপক্ষে ৪-০ গোলে জয়ী ম্যাচে প্রথমার্ধে গোল করেছেন জোসিফ স্তানিসিচ ও মাইকেল অলিস। দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজ ৮৬ মিনিটে স্কোর ৩-০ করেন। যোগ করা সময়ে দলের চতুর্থ গোল করেন কেইন।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ৩০ গোল করেছেন ৩২ বছর বয়সী এই ইংল্যান্ড অধিনায়ক। বুন্দেসলিগায় ১৯তম গোল এবং ১৯টি অ্যাসিস্টের সঙ্গে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

কেইন মাত্র ৭৮ ম্যাচে এই রেকর্ড স্থাপন করেছেন, যা আগের রেকর্ডধারী আরিয়েন রোবেনের চেয়ে ৪১ ম্যাচ কম। নেদারল্যান্ডস কিংবদন্তি ১১৯ ম্যাচে ১০০ গোলের সেঞ্চুরি করেছিলেন।

ম্যাচের পরে কেইন সোশ্যাল মিডিয়ায় বলেন, “সবার উপরে থেকে বছর শেষ। নতুন বছর শুরুর আগে দুর্দান্ত পারফরম্যান্স। শীতের ছুটিতে প্রাণবন্ত হওয়ার সময় এবং ২০২৬ সালে আবার মাঠে নামার অপেক্ষায়।”

আরএস

Tags:
হ্যারি কেইন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!