খেলাধুলা

বিপিএলে রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

আপডেট: ডিসে ২২, ২০২৫ : ০৬:৫১ এএম
বিপিএলে রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬-এর আসরে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফ্র্যাঞ্চাইজিটি আজ সোমবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

শান্ত ছাড়াও দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। তবে রাজশাহী অধিনায়ক হিসেবে আস্থা রেখেছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক শান্তের ওপর। বিপিএল নিলামের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান, জিমি নিশাম।

 

আরএস

Tags:
নাজমুল হোসেন শান্ত

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!