আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি বহুদিন ধরেই জাতীয় দলে ছেলের সঙ্গে একসঙ্গে খেলার স্বপ্নের কথা বলে আসছেন। জাতীয় দলে সেটি এখনও বাস্তবায়িত না হলেও, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর সেই স্বপ্নের আংশিক বাস্তবায়ন হতে যাচ্ছে। আসন্ন বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একই দলে খেলবেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল।
নোয়াখালী এক্সপ্রেস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। নবি ও হাসান ইসাখিলের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘বাপে–হোলায় নোয়াখালী চলি আইছেরে… এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’
১৯ বছর বয়সী ওপেনার হাসান ইসাখিল আফগানিস্তানের ২০২৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হলেও প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি। ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মোহাম্মদ নবি বলেছিলেন, ‘এটি আমার স্বপ্ন। আশা করি একদিন তা পূরণ হবে। সে খুব ভালো করছে, অনেক পরিশ্রমী। আমি তাকে চাপ দিই, তবে চাই সে নিজের লক্ষ্য নিজেই স্থির করুক। উচ্চপর্যায়ের ক্রিকেটার হতে হলে পরিশ্রম করতেই হবে। আমি সব সময় তার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করি।’
পরিসংখ্যানের হিসেবে হাসান এখন পর্যন্ত ৩০টি টি–টোয়েন্টি ম্যাচে ৭৩৪ রান করেছেন, গড় ২৭ এবং স্ট্রাইক রেট ১২৪। প্রথম শ্রেণির চারটি ম্যাচে তাঁর গড় ৪৭ এবং লিস্ট–এ ক্রিকেটে পাঁচ ম্যাচে প্রায় ৫০ গড়ে রান করেছেন ডানহাতি এই ব্যাটার।
অন্যদিকে ৪০ বছর বয়সী মোহাম্মদ নবি এখনো বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। বয়স বাড়লেও পারফরম্যান্সে তার প্রভাব পড়তে দেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। বিপিএল নিলামের কয়েক দিন পরই তাঁকে দলে নেওয়ার ঘোষণা দেয় নোয়াখালী এক্সপ্রেস।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের। উদ্বোধনী দিনেই চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।
আরএস
No comments yet. Be the first to comment!