ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী সিনিয়র ক্রিকেটে অভিষেকের সঙ্গেই ইতিহাস গড়লেন। বুধবার বিজয় হাজারে ট্রফির প্লেট লিগে অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে নজর কেড়েছেন বিহারের এই বাঁহাতি ব্যাটার।
রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে সূর্যবংশী শুরু থেকেই অরুণাচল বোলারদের ওপর চড়াও হন। একাধিক দর্শনীয় ছক্কা-চারের সাহায্যে মাত্র ৩৬ বলেই শতক পূর্ণ করেন তিনি। এই ইনিংসের মাধ্যমে তিনি ভারতীয় পুরুষ ক্রিকেটে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ডের স্বত্বাধিকারী হলেন। এর চেয়েও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড কেবল অমলপ্রীত সিং-এর কাছে, যিনি ২০২৪ সালে ৩৫ বলেই শতক করেছিলেন। বিশ্ব লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি যৌথভাবে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি।
সূর্যবংশীর ঝড়ো ব্যাটিং থেমে থাকেনি; মাত্র ৫৪ বলে ১৫০ ওভারের মধ্যে দলকে ২০০ রানের ওপরে নিয়ে যান। মাত্র ৭০ বলে ১৬৫ রানে অপরাজিত থাকাকালীন তার ব্যাট থেকে এসেছে ১৩ ছক্কা ও ১৫ চার।
এটি সূর্যবংশীর সিনিয়র লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম শতক, যা এসেছে মাত্র সপ্তম ম্যাচেই। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট পেরিয়ে সিনিয়র মঞ্চেও যে তিনি বড় ক্রিকেটার হওয়ার যোগ্য, তা এই ইনিংসের মাধ্যমে প্রমাণিত হলো।
আরএস
No comments yet. Be the first to comment!