খেলাধুলা

চট্টগ্রামের কাছে হেরে যা বললেন নোয়াখালীর অধিনায়ক

আপডেট: ডিসে ২৭, ২০২৫ : ০৫:৩৯ এএম
চট্টগ্রামের কাছে হেরে যা বললেন নোয়াখালীর অধিনায়ক

বিপিএলের অভিষেক ম্যাচে হেরে যায় নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রাম রয়্যালস তাদের বিপক্ষে ৬৫ রানের বড় জয় অর্জন করে। ম্যাচ শেষে নোয়াখালীর অধিনায়ক সৈকত আলী হারের কারণ হিসেবে টপঅর্ডারে রান করতে না পারা এবং অভিষেক ম্যাচের অভিজ্ঞতার ঘাটতি উল্লেখ করেছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সৈকত আলী বলেন,“প্রথম ম্যাচে প্রত্যাশা অনেক বেশি ছিল। বোলাররা মোটামুটি করেছে, তবে প্রতিপক্ষ আমাদের তুলনায় ১৫–২০ রান বেশি করেছে। যদি টপ অর্ডার থেকে ১–২টি জুটি দারুণ খেলত, তাহলে খেলা ভিন্ন হয়ে যেত। প্রথম ম্যাচ থেকে শেখার অনেক কিছু আছে। আশা করি পরের ম্যাচে তা কাজে লাগানো যাবে।”

তিনি হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেন। সৈকত আলী জানান, “টি-টোয়েন্টিতে ১–২ জনের পারফরম্যান্স অনেক কিছু নির্ধারণ করে। আমাদের বিরুদ্ধে বিদেশি ওপেনার ভালো খেলেছে। যদি কেউ ব্যাটিংয়ে দাঁড়াত, খেলা হয়তো আমাদের হাতেই চলে আসত। ইনশাআল্লাহ, পরের ম্যাচে সব ঠিক হয়ে যাবে।”

সৈকত আলী আরও উল্লেখ করেন, পরবর্তী ম্যাচে সৌম্য সরকারসহ কিছু বিদেশি ক্রিকেটার খেললে জয় সম্ভব হতে পারে। তিনি বলেন,
“৬–৭ জন ব্যাটার ভালো কম্বিনেশন, পারফর্ম করতে পারলে ফল ভিন্ন হতো।”

সাব্বির হোসেনের ব্যাটিং নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাকে অলরাউন্ডার হিসেবে খেলানো হয়েছে। জাতীয় লিগে রান করেছিল। প্রথম ম্যাচে কেউ নিশ্চিতভাবে জানে না কে রান করবে, কে করবে না। সময়ের সঙ্গে দেখা যাবে।” নোয়াখালী এক্সপ্রেসের প্রথম ম্যাচ হারের পর অধিনায়কের এই মন্তব্য দলের অভিজ্ঞতা ও ভবিষ্যতের প্রস্তুতির দিকেই ইঙ্গিত দিচ্ছে।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!