খেলাধুলা

দেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান রংপুর অধিনায়ক সোহানের

আপডেট: ডিসে ২৭, ২০২৫ : ০৬:২৬ এএম
দেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান রংপুর অধিনায়ক সোহানের

বিপিএল শুরু হতে চলেছে, তবে এবারও শুরু থেকেই কিছু বিতর্ক লক্ষ্য করা গেছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয়ার পর দলের মালিকানা নিয়েছে বিসিবি। এছাড়া বিপিএলের আগে কোনো ক্যাপ্টেন্স ফটোশুট হয়নি, দেখা যায়নি ট্রফিও। ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডের ব্যবস্থা করা হয়নি।

রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান মনে করেন, ফ্র্যাঞ্চাইজিদের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। তিনি বলেন, “এমন কিছু করা উচিত না যাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে দেশকে নিয়ে চিন্তা করা প্রয়োজন।”

সোহান সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, “একজন খেলোয়াড় হিসেবে আমার কাজ মাঠে খেলা। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট নিশ্চিত করতে দলগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। এটি একটি বিশ্বব্যাপী পরিচিত প্রতিযোগিতা, তাই আমাদের দায়িত্বও সেই অনুযায়ী থাকা উচিত।”

তিনি আরও বলেন, রংপুর রাইডার্স অন্যান্য দলগুলো থেকে অনেকটাই গোছানো। ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যে ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। সোহান আশা প্রকাশ করেন, এ ধরনের আরও ছয়টি পেশাদার দল বিপিএলে আসলে ক্রিকেটারদের উন্নতির সুযোগ বাড়বে এবং বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগোতে পারবে।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, এবারের টুর্নামেন্ট আয়োজন তাদের জন্য চ্যালেঞ্জিং হয়েছে। শেষ মুহূর্তে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির সরে দাঁড়ানোর কারণে পরিস্থিতি কঠিন হলেও বোর্ড সব ধরনের চেষ্টা করছে। সোহান বলেন, “সাবধানতা ও পেশাদারিত্ব বজায় রেখে প্রতিযোগিতা শুরু হলে ইনশাআল্লাহ টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!