বিপিএল ক্রিকেট উৎসবের প্রথম দিনে মাঠে হার্ট অ্যাটাকে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের গা গরম করছিলেন জাকি। অনুশীলন সেশনের সময় আচমকা অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে সিপিআর দেওয়া হয় এবং সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়, তবে পথে মৃত্যু হয়।
মাহবুব আলী জাকি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় কোচিং করেছেন। তিনি সাবেক পেসার ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলের সদস্য ছিলেন। তার মৃত্যুতে বিপিএল ও সিলেট স্টেডিয়ামে শোকের ছায়া নেমে এসেছে।
আরএস
No comments yet. Be the first to comment!