খেলাধুলা

মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি, কলকাতাকে বয়কটের ডাক

আপডেট: ডিসে ২৭, ২০২৫ : ০২:৩৪ পিএম
মুস্তাফিজকে আইপিএলে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি, কলকাতাকে বয়কটের ডাক

আইপিএলের আসন্ন মৌসুমে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে প্রতিযোগিতা শুরুর আগে এক বিব্রতকর ঘটনায় আলোচনায় এসেছে আইপিএল। মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একাধিক ধর্মীয় গোষ্ঠী।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার ঘটনার জেরে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের দাবিও উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮–এর খবরে বলা হয়, উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ দাবি করেছেন, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ আয়োজন করলে ‘তপস্বী যোদ্ধারা’ মাঠে ঢুকে ভাঙচুর চালাতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে কলকাতাকে কঠিন সময়ের মুখে পড়তে হবে।

সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া দুটি সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে এ হুমকি দেওয়া হয়েছে। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে এক হিন্দু কারখানা শ্রমিক দীপ চন্দ্র দাস নিহত হন। পরে তাঁর মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া ২৪ ডিসেম্বর রাজবাড়ীতে অমৃত মণ্ডল নামের এক হিন্দু ধর্মাবলম্বীকে চাঁদাবাজির অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

এদিকে আইপিএলের পুরো মৌসুমে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি বলেন, আইপিএলের সময় বাংলাদেশ দলের কোন কোন আন্তর্জাতিক সিরিজ আছে, সেটি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে ক্রিকেট অপারেশন্স বিভাগ সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। জাতীয় দলের এই সিরিজ শেষ করার পর মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হতে পারে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!