বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সুপার ওভারের প্রথমে ব্যাট করা রংপুর মাত্র ৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে রাজশাহী মাত্র ৩ বল খেলেই জয় নিশ্চিত করে।
ম্যাচের মূল খেলায় রাজশাহী ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে। জবাবে রংপুরও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সমান ১৫৯ রান সংগ্রহ করে।
রংপুরের শুরুটা ভালো হয়নি; ওপেনার লিটন কুমার দাস ১১ বলে ১৬ রানে আউট হন। দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও তাওহীদ হৃদয় গড়ে তোলেন ১০০ রানের জুটি। হৃদয় ৫৩ রানে আউট হলেও মালান অপরাজিত থেকে ৬৫ রান ও কাইল মেয়ার্স ১৫ রান করে জয়ে অবদান রাখেন।
রাজশাহীর ব্যাটিংয়ে ওপেনার তানজিদ হাসান তামিম ৬ বলে ২ রান করে early আউট হন। তবে শান্ত ও ফারহান ৯৩ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। শান্ত ফিরলেও ফারহান ৩৪ বলে ৬৫ রান করে ফিফটি পূর্ণ করেন।
বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য রান করতে না পারায় রাজশাহী বড় সংগ্রহ করতে পারলেও জয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল।
আরএস
No comments yet. Be the first to comment!