খেলাধুলা

স্টাম্পিংয়ে বিশ্বরেকর্ড গড়ে চট্টগ্রামকে জেতালেন রসিংটন

আপডেট: জানু ০২, ২০২৬ : ০৬:০৯ পিএম
স্টাম্পিংয়ে বিশ্বরেকর্ড গড়ে চট্টগ্রামকে জেতালেন রসিংটন

বিপিএলের শুক্রবারের ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে। ম্যাচের আলোচ্য বিষয় ছিল ইংল্যান্ডের উইকেটরক্ষক অ্যাডাম রসিংটনের অনন্য পারফরম্যান্স। তিনি এক ম্যাচে সর্বোচ্চ চারটি স্টাম্পিংসহ মোট পাঁচটি উইকেট শিকার করে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন স্টাম্পিং বিশ্বরেকর্ড গড়েছেন।

রসিংটনের কৃতিত্বের মধ্যে একটি রানআউট এবং চারটি স্টাম্পিং রয়েছে। এরপর ব্যাট হাতেও ঝড় তুলেন তিনি। ৩৬ বলে ৬০ রান অপরাজিত থেকে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে রসিংটন বলেন, “ভালো ডেলিভারি ছিল, স্পিনও দারুণ হয়েছে। ব্যাটাররা পা ক্রিজের বাইরে গেলে আমরা উইকেটরক্ষকরা স্টাম্পিং করতে পারি। অনুশীলনের সব কিছু কাজে লাগলে দারুণ লাগার অনুভূতি হয়।” তিনি আরও বলেন, “বিপিএল খুবই ভালো লিগ। গ্রাউন্ড ও দর্শক উভয় দিকেই চমৎকার। নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে তুলনা করলে এখানে দর্শক সমর্থনও অনেক ভালো।”


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!