চলমান বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। গতকাল শুক্রবার সিলেট টাইটান্সের বিপক্ষে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় নুরুল হাসান সোহানের দল। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
অভিজ্ঞ এই অলরাউন্ডার ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন। আগের ম্যাচে দলকে জেতাতে না পারার আক্ষেপও যেন মুছে দেন এই ইনিংসে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্স ও দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেকের প্রতি কৃতজ্ঞতা জানান মাহমুদউল্লাহ। বিপিএলের নিলামে প্রথম দফায় মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। পরে ইশতিয়াক সাদেকের প্রস্তাবে দুজনকে আবার ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সেই সুযোগ পান মাহমুদউল্লাহ। রংপুরকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি সত্যিই ইশতিয়াক সাদেক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। শুরুতে আমাকে কেউ নেয়নি, পরে তাঁরা আমাকে সুযোগ দিয়েছেন। আমি বিপিএল খেলতে চেয়েছিলাম।
সুযোগ পাওয়ার পর আমার ভেতরে আলাদা এক ধরনের তাগাদা কাজ করছে—ফ্র্যাঞ্চাইজি, টিম মালিক, কোচ ও অধিনায়কের আস্থার প্রতিদান দেওয়ার।’ মাহমুদউল্লাহ জানান, বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠান তিনি সরাসরি দেখেছিলেন। সে অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমি নিলামটি দেখছিলাম। সত্যি বলতে খুব অবাক হয়েছিলাম। গত দুই-তিন বছরের পারফরম্যান্সের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, ওই সময় জাতীয় দলের অনেক খেলোয়াড়ও আমার কাছাকাছি ছিল না—স্ট্রাইক রেট, গড় কিংবা রানের হিসাবে।’
অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাটে রংপুর রাইডার্সের জয় আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন দলের সমর্থকেরা।
আরএস
No comments yet. Be the first to comment!