খেলাধুলা

আইসিসি ভারতের কথায় চলে—দাবি রাজিন সালেহর

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৩:৩৬ পিএম
আইসিসি ভারতের কথায় চলে—দাবি রাজিন সালেহর

আইপিএলের এবারের মিনি নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই ঘটনায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ।

আজ শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজিন সালেহ বলেন, ক্রিকেটকে সব সময়ই ‘ভদ্রলোকের খেলা’ হিসেবে দেখা হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আইসিসির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে রাজিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কার্যত ভারতের নিয়ন্ত্রণেই চলছে। তাঁর ভাষায়, এ কথা কেউ প্রকাশ্যে বলতে চায় না, কিন্তু বাস্তবতা হলো—ক্ষমতাশালী ভারতই আসলে আইসিসিকে পরিচালনা করছে।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, “আইসিসি যদি এভাবেই একটি দেশের কথায় চলে, তাহলে বিশ্ব ক্রিকেট সেভাবে এগোতে পারে না। এখন আইসিসির ভেবে দেখার সময় এসেছে।” তিনি আরও বলেন, বিশ্ব ক্রিকেটকে কোন পথে নিয়ে যাওয়া হবে, সে বিষয়ে কয়েকটি প্রভাবশালী দেশের নয়, বরং পুরো ক্রিকেটবিশ্বের স্বার্থ বিবেচনায় নেওয়া উচিত। আইসিসির দায়িত্বশীল নেতৃত্ব ও স্বাধীন সিদ্ধান্তই বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে বলেও মন্তব্য করেন রাজিন সালেহ।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!