যুব বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল রাতেই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ছে। তার আগে গতকাল দল আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় এবং পরে প্রধান কোচ নাভিদ নেওয়াজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, যেখানে তিনি বাংলাদেশের সম্ভাবনা ও লক্ষ্য সম্পর্কে জানিয়েছেন।
নাভিদ বলেছেন, “এখনই বলা কঠিন আমরা চ্যাম্পিয়ন হতে পারব কিনা। তবে আমি বলতে চাই, ছেলেরা বিশ্বকাপের আগে বেশ ভালো কাজ করেছে। আমরা বেশিরভাগ সিরিজ জিতেছি। এশিয়া কাপেও ভালো করেছি, তবে সেমিফাইনালে দুর্ভাগা হয়েছিল। স্কিলের দিক থেকে ছেলেরা স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে। এখন টুর্নামেন্টে আমরা কেমন খেলি, সেটাই আসল ব্যাপার। সবাই নির্দিষ্ট দিনে সেরাটা দিতে চাইবে। ছেলেরা বিশ্বের নানা প্রান্তে অনেক ক্রিকেট খেলেছে এবং সবাই আত্মবিশ্বাসী।”
বাকি দলগুলোর সঙ্গে বাংলাদেশের তুলনা বিষয়ে নাভিদ বলেন, “এখনই তুলনা করা কঠিন। এবারের দল ভিন্ন। এবার আমরা জিম্বাবুয়েতে খেলছি, আগেরবার দক্ষিণ আফ্রিকায় খেলেছিলাম। ক্রিকেটও অনেক পরিবর্তন হয়েছে, ২০২০ সালের পর এখন ২০২৬। প্লেয়াররা নতুন পরিস্থিতিতে মানিয়ে নিচ্ছে। তবে আমি সবকিছু নিয়ে খুশি। ছেলেরা বিশ্বের নানা জায়গায় খেলে ভালো পারফরম্যান্সও দেখিয়েছে এবং শেখার সুযোগও পেয়েছে। প্রস্তুতিও সন্তোষজনক।”
দলে পারস্পরিক সমন্বয় এবং দলীয় খেলায় জোর দিয়ে নাভিদ বলেন, “আমার মনে হয়, দল হয়ে খেলাটা সবচেয়ে জরুরি। এটাই আমাদের জন্য কাজে দিয়েছে। যেখানে সবাই দলে অবদান রাখছে। আমাদের কিছু এক্সাইটিং প্লেয়ার রয়েছে। ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই অবদান প্রয়োজন। টুর্নামেন্ট জেতার জন্য সবার পারফরম্যান্স দরকার। কখনও কখনও এক ম্যাচ একজনের পারফরম্যান্সে জেতা ভিন্ন ব্যাপার। এবার টুর্নামেন্টে যাওয়ার কারণে সবার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে মাঠে ভালো ক্যাচ, দারুণ রান আউট বা যেকোনো কিছু—কিন্তু সবার দলে অবদান রাখা জরুরি।”
আরএস
No comments yet. Be the first to comment!