খেলাধুলা

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ, বাংলাদেশে সব খেলার সম্প্রচার বন্ধের নির্দেশ

আপডেট: জানু ০৫, ২০২৬ : ০৭:১৯ এএম
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ, বাংলাদেশে সব খেলার সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় দেশের সব টেলিভিশন চ্যানেল ও সম্প্রচার মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। দেশের জনগণ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ। সেই কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনার সূত্রপাত গত কয়েকদিন ধরে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ চালায়। এর প্রভাবে শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে নেই।

এই সিদ্ধান্তকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমী ও ভক্তদের মধ্যে ক্ষোভের আবহ তৈরি হয়েছে। সরকারি নির্দেশের মাধ্যমে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!