আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেএনআর) ফেসবুক পেজ মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নেতিবাচক রিঅ্যাকশন ও ফলোয়ার হ্রাসে সয়লাব হয়ে উঠেছে। সর্বশেষ ৪৮ ঘণ্টায় তাদের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৮০ লাখ থেকে কমে ১ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে। অর্থাৎ দিনে গড়ে ৫ লাখ ফলোয়ার হারাচ্ছে কলকাতা, যা প্রতি মিনিটে ৩৪৭ ও প্রতি সেকেন্ডে প্রায় ৫ ফলোয়ার কমে যাচ্ছে।
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা দলে ভিড়িয়েছিল বাংলাদেশি পেসার মোস্তাফিজ। কিন্তু গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেওয়া হয়। ওই পোস্টে এখনও পর্যন্ত ২ লাখ ৩ হাজার রিঅ্যাকশন এসেছে, যার মধ্যে অ্যাংরি রিঅ্যাকশন ১ লাখ ৩৭ হাজার, হাহা ৪০ হাজার এবং ৬০ হাজারের বেশি মন্তব্য রয়েছে। বেশির ভাগ মন্তব্যে বিসিসিআই, আইপিএল ও ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
মোস্তাফিজের বাদ দেওয়ার পর থেকে কলকাতার ফেসবুক পেজে ৯টি নতুন পোস্ট প্রকাশিত হয়েছে। এতে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল, অনূর্ধ্ব-১৯ দল এবং অস্ট্রেলিয়ার পেসার ক্যামেরন গ্রিনকে নিয়ে পোস্ট অন্তর্ভুক্ত। তবে নতুন পোস্টগুলোতেও নেতিবাচক রিঅ্যাকশন এবং মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি বারবার উত্থাপিত হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!