খেলাধুলা

বিপিএলের উপস্থাপক প্যানেল থেকে সরে দাঁড়ালেন ভারতীয় সঞ্চালিকা

আপডেট: জানু ০৭, ২০২৬ : ০৪:৫৭ এএম
বিপিএলের উপস্থাপক প্যানেল থেকে সরে দাঁড়ালেন ভারতীয় সঞ্চালিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে উপস্থাপক প্যানেল থেকে আর থাকছেন না ভারতীয় সঞ্চালিকা রিধিমা পাঠক। বিষয়টি ঘিরে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও নিজেই জানিয়েছেন, বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি তিনি ব্যক্তিগতভাবে নিয়েছেন।

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় টানাপোড়েনের মধ্যে রিধিমার বিপিএল ছাড়ার খবর সামনে আসে। ভারতীয় ক্রীড়া সম্প্রচারে পরিচিত মুখ রিধিমা এবার বিপিএলের উপস্থাপক প্যানেলে ছিলেন পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেই দাবি নাকচ করেছেন রিধিমা পাঠক। তিনি লেখেন, “গত কয়েক ঘণ্টা ধরে এমন একটি কথা ছড়ানো হচ্ছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি নিজেই ব্যক্তিগত সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছি। আমার কাছে আমার দেশ সব সময় সবার আগে। কোনো নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের চেয়েও আমি ক্রিকেটকে বেশি গুরুত্ব দিই।”

তিনি আরও বলেন, “সততা, সম্মান ও প্যাশনের সঙ্গে আমি সবসময় ক্রিকেটকে সেবা করে এসেছি। ভবিষ্যতেও সেটির কোনো পরিবর্তন হবে না। সততা, স্বচ্ছতা ও খেলাটির চেতনার পক্ষেই আমি থাকব।”

সমর্থন জানানো সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনাদের বার্তাগুলো আমার কাছে অনেক মূল্যবান। ক্রিকেট সত্যটা পাওয়ার দাবি রাখে। এ বিষয়ে এর বেশি আমি কোনো মন্তব্য করব না।”

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তের পর আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

এর মধ্যেই বাংলাদেশ আইপিএলের ম্যাচ সম্প্রচার না করার সিদ্ধান্ত জানিয়েছে এবং ভারতে আয়োজিত আসন্ন আইসিসি বিশ্বকাপের ম্যাচগুলো অন্য ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছে। যদিও ভারতেই খেলতে হবে—এমন বার্তাই বাংলাদেশকে দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এই প্রেক্ষাপটেই রিধিমা পাঠকের বিপিএল ছাড়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!