খেলাধুলা

কোচ নাকি ক্লাব মালিক, অবসরের পর কোনটি বেছে নেবেন মেসি?

আপডেট: জানু ০৭, ২০২৬ : ০৫:২৭ এএম
কোচ নাকি ক্লাব মালিক, অবসরের পর কোনটি বেছে নেবেন মেসি?

ফুটবল ক্যারিয়ারের শেষ দিকে থাকা লিওনেল মেসি এবার তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও উন্মুক্তভাবে কথা বলেছেন। ইন্টার মায়ামিকে প্রথমবার শিরোপা উপহার দেওয়ার পর আর্জেন্টাইন স্ট্রাইকার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি তাকে প্রায়শই অবসরের পরের পরিকল্পনা নিয়েও প্রশ্ন করা হয়।

আর্জেন্টাইন স্ট্রিমিং চ্যানেল ‘লুজু টিভি’-তে মঙ্গলবার প্রচারিত এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তিনি অবসরের পর নিজেকে কোচ হিসেবে দেখছেন না। কোচ হওয়ার বিষয়টি তার পছন্দ হলেও, তিনি ক্লাব মালিক হওয়াকে বেশি প্রাধান্য দেবেন। মেসি বলেন,

“আমি নিজের একটি ক্লাব গড়তে চাই, একদম নিচ থেকে শুরু করে সেটিকে বড় করতে চাই। বাচ্চাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জনে সাহায্য করতে চাই। যদি আমাকে বেছে নিতে বলা হয়, তবে এটিই আমাকে সবচেয়ে বেশি টানে।”

মেসি সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন, তাই মাঠে তাকে আরও কয়েক বছর দেখা যাবে। তাছাড়া তিনি দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে মালিকানার জগতে পা রেখেছেন। তারা উরুগুয়ের চতুর্থ বিভাগের দল ‘দেপোর্তিভো এলএসএম’ চালু করেছেন, ক্লাবটির নাম রাখা হয়েছে তাদের নামের আদ্যক্ষর দিয়ে। বর্তমানে এই ক্লাবে রয়েছে ৮০ জন পেশাদার কর্মী এবং ৩,০০০ সদস্য।

সুয়ারেজ বলেন, “দেপোর্তিভো এলএস একটি পারিবারিক স্বপ্ন যা ২০১৮ সালে শুরু হয়েছিল। ৩,০০০-এর বেশি সদস্য নিয়ে আমরা অনেক বড় হয়েছি। উরুগুয়ের ফুটবলকে, যাকে আমি ভালোবাসি এবং যেখানে আমি বড় হয়েছি, এমন সুযোগ ও সরঞ্জাম দিতে চাই যাতে কিশোর ও শিশুরা বেড়ে উঠতে পারে।”

মেসি সম্প্রতি অনূর্ধ্ব-১৬ যুব টুর্নামেন্ট ‘মেসি কাপ’ চালু করেছেন। এই টুর্নামেন্টে বিশ্বের নানা প্রান্তের আটটি অ্যাকাডেমি টিম অংশগ্রহণ করেছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রথম আসরে রিভার প্লেট চ্যাম্পিয়ন হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে।

বর্তমানে মেসি মাঠের খেলায় মনোযোগ দিয়েছেন। বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি তাদের ২০২৬ মৌসুম শুরু করবে ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!