খেলাধুলা

স্পনসর সংকটে বাফুফের ‘সুপার কাপ’ বাতিল

আপডেট: জানু ০৭, ২০২৬ : ০৫:৩৩ এএম
স্পনসর সংকটে বাফুফের ‘সুপার কাপ’ বাতিল

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম আলোচিত টুর্নামেন্ট ‘সুপার কাপ’ চলতি মৌসুমে বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মূল কারণ হিসেবে স্পনসর না পাওয়াকে বলা হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বড় টেলিকম কোম্পানি শেষ মুহূর্তে টুর্নামেন্ট স্পনসর করতে অপারগতা প্রকাশ করায় কোটি টাকা বাজেটের সুপার কাপ আয়োজন সম্ভব হচ্ছে না।

বাফুফে চলতি মৌসুমে মোট পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল। এর মধ্যে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ এবং বাংলাদেশ ফুটবল লিগ ইতিমধ্যেই মাঠে অনুষ্ঠিত হয়েছে। মূলত মধ্যবর্তী দলবদলের সময় সুপার কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আর তা হচ্ছে না।

ইমরুল হাসান জানান, প্রাথমিকভাবে একটি টেলিকম কোম্পানির সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তবে কয়েক দিন আগে তারা পিছিয়ে যায়। নতুন কোনো স্পনসর খুঁজে পাওয়া এবং সূচি সমন্বয় করা এখন চ্যালেঞ্জিং হওয়ায় টুর্নামেন্টটি আগামী মৌসুমের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সুপার কাপ এর আগে ২০০৯, ২০১১ এবং ২০১৩ সালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সময় পর এটি ফিরিয়ে আনার পরিকল্পনা থাকলেও আর্থিক সংকটের কারণে আবারও অনিশ্চয়তার মুখে পড়ল।

ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় দলের পারফরম্যান্স ভালো থাকা সত্ত্বেও ঘরোয়া ফুটবলে বড় স্পনসরদের আগ্রহ না থাকা বাফুফের নীতিনির্ধারকদের জন্য বড় চিন্তার বিষয়। চলতি মৌসুমে চারটি টুর্নামেন্ট সম্পন্ন করার লক্ষ্য থাকলেও একটি বাতিল হওয়ায় পেশাদারিত্ব নিয়েও নতুন প্রশ্ন উঠেছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!