খেলাধুলা

বিনা অনুমতিতে গুরবাজের রুমে অ্যান্টি–করাপশন টিম, ক্ষোভ প্রকাশ ঢাকার

আপডেট: জানু ১০, ২০২৬ : ০৫:৪৯ এএম
বিনা অনুমতিতে গুরবাজের রুমে অ্যান্টি–করাপশন টিম, ক্ষোভ প্রকাশ ঢাকার

বিনা অনুমতিতে আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের হোটেলকক্ষে প্রবেশ করে জিজ্ঞাসাবাদের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিপিএল দল ঢাকা ক্যাপিটালস। দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতিক ফাহাদ এই ঘটনাকে ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। সেখানে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি–করাপশন ইউনিটের (আকু) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

আতিক ফাহাদ বলেন, শুক্রবার সকালে আফগানিস্তানের জাতীয় দলের এই ব্যাটার গভীর ঘুমে ছিলেন। তাঁর ভাষায়, ‘সকাল সাতটা বা আটটার দিকে গুরবাজ ঘুমাচ্ছিল। ওই সময় কয়েকজন ব্যক্তি কোনো পূর্বানুমতি বা টিম ম্যানেজারকে না জানিয়ে তার রুমে ঢুকে পড়ে। শুধু দরজায় নক করে তারা ভেতরে চলে আসে।’

ঢাকার সিইও জানান, আকস্মিক এই ঘটনায় গুরবাজ বেশ কিছু সময় বিভ্রান্ত ও আতঙ্কিত ছিলেন। পরে জানা যায়, ওই ব্যক্তিরা বিসিবির অ্যান্টি–করাপশন ইউনিটের সদস্য। এ সময় তারা গুরবাজের মোবাইল ফোন পরীক্ষা করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।

ঘটনার পর বিষয়টি নিশ্চিত করতে গুরবাজ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অ্যান্টি–করাপশন ইউনিটের সঙ্গে যোগাযোগ করেন বলেও জানান আতিক ফাহাদ। তিনি বলেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গুরবাজকে জানানো হয়েছে, এ ধরনের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আগে টিম ম্যানেজমেন্টকে অবহিত করতে হয় এবং খেলোয়াড়ের সম্মতি ও সময় নিয়ে তবেই তদন্ত প্রক্রিয়া চালানো উচিত।

সংবাদ সম্মেলনে আতিক ফাহাদ আরও বলেন, ‘কোনো খেলোয়াড়ের রুমে এভাবে অনুমতি ছাড়া প্রবেশ করে তাকে বিরক্ত করা আইসিসির নিয়ম ও চর্চার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গুরবাজ আমাদের জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি তৈরি হলে ভবিষ্যতে এখানে খেলতে আসা তার জন্য কঠিন হয়ে যাবে।’

এ ঘটনায় বিসিবির অ্যান্টি–করাপশন ইউনিট বা বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!