খেলাধুলা

এল ক্লাসিকো ফাইনালের আগে বার্সা-রিয়ালের সম্পর্কে ‘ভাঙন’

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৫৬ এএম
এল ক্লাসিকো ফাইনালের আগে বার্সা-রিয়ালের সম্পর্কে ‘ভাঙন’

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, সম্প্রতি তাদের সম্পর্ক মাঠের বাইরে শীতল রূপ ধারণ করেছে। রিয়াল মাদ্রিদ ‘নেগ্রেইরা কেসে’ হস্তক্ষেপ করায় দুই ক্লাবের দীর্ঘদিনের পেশাদার সম্পর্ক ফাটল ধরেছে বলে বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা জানিয়েছেন।

লাপোর্তার মতে, রিয়াল মামলার প্রক্রিয়ায় নিজেদের পক্ষভুক্ত হয়ে বার্সার সম্মানহানি করার চেষ্টা করেছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত খারাপ। তবে এর মানে এই নয় যে কোনো শ্রদ্ধা নেই।”

সৌদি আরবের জেদ্দায় আজ (রোববার) অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দুই দল মুখোমুখি হওয়ার আগে সম্পর্কের এই টানাপোড়েন প্রকাশ পেয়েছে। ঐতিহ্য অনুযায়ী ফাইনালের আগে বোর্ড সদস্যদের সৌজন্যমূলক ডিনারও এবার অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।

মাঠের পারফরম্যান্সের দিকে ফিরে তাকালে, গত এল ক্লাসিকোতে ২-১ গোলে হারার পর বার্সেলোনা দারুণ ফর্মে আছে; ১৪ ম্যাচে হেরেছে মাত্র একটিতে। সুপার কাপের ফাইনালে মৌসুমের প্রথম শিরোপা জেতার লক্ষ্য নিয়েই কাতালান জায়ান্টরা খেলবে, আর রিয়াল প্রতিশোধ নেওয়ার প্রস্তুতিতে রয়েছে।

এছাড়া, লিগ শিরোপা জয়ের দিক থেকে সুপার কাপের ফলও উভয় দলের জন্য প্রেরণার উৎস হতে পারে, কারণ গত চার আসরে লিগ চ্যাম্পিয়ন হয়েছেন সুপার কাপ জয়ীরা। আপাতত দুই দলের দৃষ্টি এখন মৌসুমের প্রথম ট্রফিতে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!