গত কয়েক মাস ধরে বাংলাদেশের টি–টোয়েন্টি দলে নেই নাজমুল হোসেন শান্ত। চলমান বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁর নাম নেই। তবে দলে সুযোগ না পাওয়া নিয়ে আপাতত কোনো বাড়তি চিন্তা নেই বলে জানিয়েছেন এই ব্যাটসম্যান।
আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমি যতটুকু জানি বিশ্বকাপ দল তো দেওয়া হয়ে গেছে। এটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমার মূল ফোকাস হলো—প্রতিদিন কীভাবে ইমপ্যাক্ট তৈরি করা যায়। এখনও মনে হচ্ছে, আরও ভালো করার সুযোগ আছে।’
এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত আরও বলেন, ‘চেষ্টা করব সুযোগ পেলে দলে ইমপ্যাক্ট রাখার। সিলেকশন আমার নিয়ন্ত্রণে নেই। কোচ, অধিনায়ক ও নির্বাচকেরা যেটা দলের জন্য ভালো মনে করেছেন, সেটাই করেছেন। আমার কাজ হলো নিয়মিত ভালো খেলা।’
রংপুরের বিপক্ষে ৪২ বলে ৭৬ রানের ইনিংস প্রসঙ্গে শান্ত বলেন, ‘শুরু থেকেই পরিকল্পনা ছিল রান এগিয়ে নেওয়ার। বিশেষ করে পাওয়ারপ্লেতে। কোনো নির্দিষ্ট বোলারকে টার্গেট করিনি। মাঝখানে ক্যালকুলেটিভ খেলার চেষ্টা করেছি। তবে শুরু থেকেই ভাবনায় ছিল পজিটিভ ব্যাটিং।’
বিশ্বকাপ দল ঘোষণার পর বাড়তি চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নে শান্ত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাপ অনুভব করি না, দলে থাকি বা না থাকি। ব্যাটিংয়ের সময় এসব ভাবনা কাজ করে না। আমাদের কোচ, অধিনায়ক ও নির্বাচকেরা খেলোয়াড়দের ব্যাক করেন।’
আরএস
No comments yet. Be the first to comment!