মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতিতে আজই বছর শেষের ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। আফ্রিকার লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রোতে বাংলাদেশ সময় রাত ১০টায় অ্যাঙ্গোলার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত হচ্ছে এই প্রীতি ম্যাচ।
ম্যাচটিকে সামনে রেখে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, শুরু থেকেই খেলবেন দলের অধিনায়ক লিওনেল মেসি। স্কালোনি বলেন, “মেসি খেলবেন। কত মিনিট খেলবেন, সেটা আমরা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। তবে তিনি শুরু থেকে মাঠে নামবেন। প্রতিপক্ষ অ্যাঙ্গোলার দ্রুত উইঙ্গার ও শক্তিশালী কেন্দ্র-ব্যাক আছে, তাই ম্যাচটি সহজ হবে না।”
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে জোড়া জয় পেয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তবে আজকের ম্যাচে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না তারা। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বিশ্রামে, এনজো ফার্নান্দেজ হাঁটুর চোটে বাইরে, হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জিলিয়ানো সিমিওনে—হলুদজ্বরের টিকা না নেওয়ায় দলে নেই, তাদের জায়গায় ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, ম্যাক্সিমো পেরোনে এবং দলে ফিরেছেন ভ্যালেন্টিন বারকো। এই ম্যাচেই প্রথমবারের মতো ব্যবহার হবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের নতুন জার্সি। অ্যাঙ্গোলায় যাওয়ার আগে পুরো সপ্তাহ স্পেনের এলচেতে প্রস্তুতি সারিয়েছে দল। ২০২৬ বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আজকের ম্যাচটি মর্যাদার লড়াই হিসেবে দেখছে অ্যাঙ্গোলা।
আরএস
No comments yet. Be the first to comment!