নিরাপত্তা উদ্বেগের মধ্যেও সিরিজ চলেছে, আর সেই সিরিজেই দারুণ ছন্দে খেলে শ্রীলঙ্কাকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ইসলামাবাদে বোমা হামলার পর রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ঘিরে শ্রীলঙ্কা দলের মধ্যে উৎকণ্ঠা দেখা দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভীর নিরাপত্তা আশ্বাসে সিরিজ শেষ পর্যন্ত মাঠেই গড়ায়। শেষ পর্যন্ত মাঠেই থাকতে হলো লঙ্কানদের—এবং নিতে হলো হোয়াইটওয়াশের লজ্জা।
এখনও পাকিস্তানেই অবস্থান করবে শ্রীলঙ্কা দল। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ, যেখানে অংশ নেবে জিম্বাবুয়েও।
রাওয়ালপিন্ডির শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। ৫৫ রানের ওপেনিং জুটি ভালো সূচনা এনে দিলেও ব্যর্থ হলো মধ্য ও নিচের সারির ব্যাটাররা। মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও ফয়সাল আকরামের ধারাবাহিক বোলিংয়ে ৪৪.৪ ওভারে ২১১ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। দলের সর্বোচ্চ ৪৮ রান করেন সাদিরা সামারাউইকরমা। কুশল মেন্ডিস ৩৪ এবং পাভান রত্নায়েকে ৩২ রান যোগ করেন।
পাকিস্তানের হয়ে ওয়াসিম ৩ উইকেট নেন ৪৭ রান খরচায়। হারিস ও ফয়সাল শিকার করেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার হাসিবুল্লাহকে হারালেও ফখর জামান ও বাবর আজমের ৭৪ রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠে পাকিস্তান। ফখর ৪৫ বলে ৫৫ রান করে আউট হন। এরপর দ্রুত বিদায় নেন বাবর (৫২ বলে ৩৪) ও সালমান আগা। তবে রিজওয়ান ও হুসেইন তালাত দায়িত্ব নেন শেষ পর্যন্ত। দুজনের ১০০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। রিজওয়ান অপরাজিত থাকেন ৯২ বলে ৬১ রানে, তালাত খেলেন ৫৭ বলে ৪২ রানের ইনিংস। পাকিস্তান ৪ উইকেটে ২১৫ রান করে জয় নিশ্চিত করে। শ্রীলঙ্কার হয়ে জেফ্রি ভ্যান্ডারসে নেন ৩ উইকেট। এই জয়ে দাপুটে হোয়াইটওয়াশ নিশ্চিত করে পাকিস্তান, আর উদ্বেগ-ক্লান্ত সফরের শেষে কোনো সান্ত্বনা খুঁজে পেল না শ্রীলঙ্কা।
আরএস
No comments yet. Be the first to comment!