খেলাধুলা

টেস্টে প্রথম ১১ ম্যাচে ১০ জয়: বিশ্ব রেকর্ড গড়লেন টেম্বা বাভুমা

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৬:২৮ এএম
টেস্টে প্রথম ১১ ম্যাচে ১০ জয়: বিশ্ব রেকর্ড গড়লেন টেম্বা বাভুমা

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা ইতিহাস রচনা করেছেন। ভারতের বিপক্ষে কলকাতা টেস্ট জয়ের মাধ্যমে অধিনায়ক হিসেবে শুরু করা ১১টি টেস্টে তিনি ১০টি জয় ও ১টি ড্র তুলে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন।

ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে বলেন, “টেম্বা বাভুমাকে কৃতিত্ব দিতে হয়। একজন অধিনায়ক হিসেবে যে স্বীকৃতি তার প্রাপ্য, সেটি সে প্রায়ই পান না।” তবে বাভুমা নিজেই স্বীকৃতির অপেক্ষায় থাকেন না। দক্ষতা ও দৃঢ় মনোবল দিয়ে তিনি দলের জন্য ছায়া হয়ে থিতু থাকেন। কলকাতা টেস্টে দ্বিতীয় ইনিংসে তার করা ৫৫ রানই ম্যাচের সর্বোচ্চ রান হিসেবে দলের ৩০ রানের জয় নিশ্চিত করেছে।
২০২৩ সালে ডিন এলগারের কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব নেওয়া বাভুমা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে নতুন অধ্যায় শুরু করেন। এর পর থেকে ১১ টেস্টে ভারতের বিপক্ষে অধিনায়কত্বের এই রেকর্ড গড়ে। জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়।
অধিনায়ক হিসেবে বাভুমা প্রথম ১০ ম্যাচে ১০টি জয় ও ১টি ড্র নিয়ে অপরাজিত থাকেন, যা টেস্ট ইতিহাসে কোনো অধিনায়কের জন্য নতুন কীর্তি। এর আগে ইংল্যান্ডের পার্সি চ্যাপম্যান একই সময়ে ১০ জয় করেছিলেন, কিন্তু তার এক ম্যাচ হারে গেছে।

টেস্ট ইতিহাসের ১৪৮ বছরে প্রথম ১১ ম্যাচে ১০ জয় অর্জন করে বাভুমা দ্রুততম খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের মাইক ব্রিয়ারলি, যিনি ১৫টি ম্যাচে দশম জয় পেয়ে এই কীর্তি গড়েছিলেন। বর্তমানে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় শীর্ষে আছেন বাভুমা। তার পরে অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রং, যিনি ১৯০২–১৯২১ পর্যন্ত ১০ ম্যাচে ৮ জয় ও ২টি ড্র করেছিলেন। টেম্বা বাভুমার এই অসাধারণ নেতৃত্ব ও স্থায়িত্ব দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন অধ্যায় লিখেছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!