ডিসেম্বরের মাঝামাঝি তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে সিরিজটি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এখনো পর্যন্ত ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় সফরটি অনিশ্চয়তার মুখে পড়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত থেকে সরকারি অনুমোদন না আসায় সিরিজটি সময়মতো আয়োজন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। ২০২৩ সালে মিরপুরেও দুই দল খেলেছিল তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি।
এদিকে ভারতীয় গণমাধ্যমকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা বলেন, ‘সিরিজের জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি।’ সূত্র জানায়, বাংলাদেশ সিরিজ অনুমোদন না পেলে ভারত বিকল্প আরেক দেশের সঙ্গে নতুন সিরিজ আয়োজনের কথাও ভাবছে।
আরএস
No comments yet. Be the first to comment!