লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। চলতি নভেম্বরে মেসি-ভিনিসিয়ুসদের প্রতিপক্ষ নির্ধারিত, ঠিক হয়ে গেছে খেলার তারিখ ও সময়ও।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নভেম্বরে খেলবে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে। আফ্রিকার দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে এই ম্যাচের। আগামীকাল (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্দার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে দুই দল।
জানা গেছে, এই একটি ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পাবে প্রায় ১৭০ কোটি টাকা। চলতি মাসেই ভারতের সঙ্গে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচের আলোচনা চলছিল। মরক্কো ও জাপানের নামও শোনা গিয়েছিল সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
অন্যদিকে, ব্রাজিল এই মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইউরোপ সফরে গিয়ে। প্রথম ম্যাচে ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। দ্বিতীয় ও শেষ ম্যাচে ১৮ নভেম্বর ফ্রান্সের লিল শহরে তিউনিসিয়ার বিপক্ষে খেলবে তারা।
তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে হতাশার খবর— আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের কোনো ম্যাচই উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে না।
আরএস
No comments yet. Be the first to comment!