আজ বেলা ১২টায় ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল হামজা দেওয়ান চৌধুরীর। পাঁচ ঘণ্টা পিছিয়ে বিকেল পাঁচটায় তার আগমনের নতুন সূচি নির্ধারিত হয়েছে। হামজার আগমনের দিনে জাতীয় ফুটবল দলে কোনো অনুশীলন সেশন নেই।
বাফুফে হামজাকে ঢাকায় আসার জন্য টিকিট দিয়েছিল। ফেডারেশন সূত্রে জানা গেছে, অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে হামজা সেই ফ্লাইট ধরতে পারেননি। এজন্য তিনি নিজে টিকিট করে নতুন ফ্লাইট ধরেছেন। এতে ঢাকায় পৌঁছাতে পাঁচ ঘণ্টা বিলম্ব হচ্ছে।
এশিয়ান কাপ বাছাইয়ে মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে খেলা শুরু করেন। এরপর জুন ও অক্টোবর উইন্ডোতেও এসেছিলেন। জুন ও অক্টোবর দুই উইন্ডোতেই তিনি দুপুরে ঢাকায় নেমে বিকেলে অনুশীলন করেছেন।
আগামীকাল রাতে কানাডা থেকে পৌঁছানোর কথা সামিত সোমের। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচের আগে তিনি একদিন অনুশীলনের সুযোগ পাবেন। কোচ হ্যাভিয়ের সামিতকে নেপাল ম্যাচে কখন কতটুকু খেলান সেটাই দেখার বিষয়।
No comments yet. Be the first to comment!