রবার্ট লেভানডভস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪–২ গোলে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। অন্যদিকে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ রায়ো ভায়োকানোর মাঠে গোলশূন্য ড্র করায় দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান নেমে এসেছে মাত্র তিনে।
রোববার রাতে বালাইদোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কি। তবে এক মিনিট পরেই পাল্টা আক্রমণে গোল করে সমতায় ফেরান সেল্টার ডিফেন্ডার সার্জিও কারেইরা।
৩৭তম মিনিটে মার্কাস রাশফোর্ডের থ্রু-পাসে চমৎকার ফিনিশিংয়ে আবারও গোল করেন লেভানডভস্কি, বার্সাকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বোর্জা ইগলেসিয়াসের গোলে সমতা ফেরায় সেল্টা ভিগো (২–২)।
প্রথমার্ধের ইনজুরি টাইমে মাঠ মাতান তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শটে বল জালে জড়ায় — এটি ছিল তার মৌসুমের চতুর্থ গোল। ফলে বার্সা বিরতিতে যায় ৩–২ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমলেও ৭৩তম মিনিটে আবারও উপস্থিত হন সেই লেভানডভস্কি। রাশফোর্ডের পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে জয় নিশ্চিত করেন তিনি।
এদিকে, শহরের প্রতিবেশী ক্লাব রায়ো ভায়োকানোর মাঠে পয়েন্ট হারিয়ে হতাশ রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও বেলিংহাম একাধিক সুযোগ সৃষ্টি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি তারা। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, “প্রতিপক্ষ অসাধারণ ফুটবল খেলেছে, তাদের রক্ষণ ভাঙা সহজ ছিল না।”
এই ফলাফলে লা লিগার শিরোপা লড়াই নতুন করে জমে উঠেছে। রিয়ালের সঙ্গে বার্সার ব্যবধান এখন মাত্র তিন পয়েন্ট।
No comments yet. Be the first to comment!