খেলাধুলা

তানজিদ–শান্তকে দলে ভেড়ালো রাজশাহী ওয়ারিয়র্স

আপডেট: নভে ০৯, ২০২৫ : ০৮:০৮ পিএম
তানজিদ–শান্তকে দলে ভেড়ালো রাজশাহী ওয়ারিয়র্স
বিপিএলের নতুন মৌসুমে শক্তিশালী স্কোয়াড গড়ছে পদ্মাপাড়ের দল, কোচ হান্নান সরকারের নেতৃত্বে প্রস্তুতি জোরদা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে রাজশাহী ওয়ারিয়র্স। পদ্মাপাড়ের এই ফ্র্যাঞ্চাইজি দলে টেনেছে জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার—টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওপেনার তানজিদ হাসান তামিমকে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ হান্নান সরকার। রাজশাহী ওয়ারিয়র্সের অফিসিয়াল ফেসবুক পেজেও শান্ত ও তানজিদের দলে যোগ দেওয়ার খবর প্রকাশ করা হয়েছে। ডিসেম্বর-জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএলের নতুন মৌসুমের জন্য ইতোমধ্যে পূর্ণ উদ্যমে দল গোছানোর কাজ শুরু করেছে রাজশাহী। নাবিল গ্রুপ নতুন মালিকানা পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি হান্নান সরকারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়।

বিপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। তবে তার আগেই রাজশাহী নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। ফেসবুকে পোস্ট দিয়ে কোচ হান্নান সরকার লিখেছেন, “তানজিদ তামিমের পর এবার নাজমুল হোসেন শান্তকেও আমরা দলে পেয়েছি। কোচ হিসেবে ওকে পেয়ে আমি আনন্দিত। শান্ত একজন মেধাবী ও পরিশ্রমী ক্রিকেটার, নিজের দিনে যেকোনো কিছু করে দেখানোর ক্ষমতা রাখে। আশা করি রাজশাহীর হয়ে খেলার প্রতিটি মুহূর্ত সে উপভোগ করবে।” রাজশাহী ওয়ারিয়র্সের অফিসিয়াল পেজ থেকেও পোস্ট করে জানানো হয়েছে, “নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন। একজন প্রমাণিত নেতা ও শীর্ষ পর্যায়ের পারফর্মারকে দলে পেয়ে আমরা আনন্দিত। ওয়ারিয়র্স পরিবারের পক্ষ থেকে তাকে স্বাগত।”

দলের নেতৃত্ব নিয়েও আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, নতুন মৌসুমে রাজশাহীর অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও যোগাযোগ রাখছে। গুঞ্জন রয়েছে, পাকিস্তানের সাহেবজাদা ফারহানকেও রাজশাহীর জার্সিতে দেখা যেতে পারে আসন্ন বিপিএলে।

Tags:
বিপিএল নাজমুল_হোসেন_শান্ত তানজিদ_হাসান_তামিম রাজশাহী ওয়ারিয়র্স

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!